কোপ
বানান্ বিশ্লেষণ: ক্+ও+প্+অ
উচ্চারণ:
kop [কোপ্]
শব্দ-উৎস: সংস্কৃত কোপ> বাংলা কোপ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { আবেগ | আবেগানুভূতি | দশা | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা | }
অর্থ: মনোগত দশার আবেগানুভূতি থেকে উৎপন্ন বিক্ষুব্ধ দশা। সাধারণভাবে একে রাগ বলা হয়।
সমার্থক শব্দাবলি: কোপ, ক্রোধ, রাগ।
বিপরীতার্থক শব্দ: অকোপ (ভাবার্থে)

কোপ শব্দের সাথে সম্পর্কিত শব্দাবলি: