অক্রম
বানান বিশ্লেষণ: অ-ক্+র্+অ+ম্+অ
উচ্চারণ:
ɔk.rom (অক্.ক্রোম্)
শব্দ-উৎস:
সংস্কৃত অক্রম> বাংলা অক্রম
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ১.

পদ: বিশেষণ
অর্থ: যা ক্রম অনুসারে নেই বা বিশৃঙ্খল অবস্থায় আছে এমন।
সমার্থক শব্দাবলি:  অক্রম, অগোছালো, ক্রমশূন্য, বিশৃঙ্খল, এলোমেলো

রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ২.

পদ: বিশেষ্য
অর্থ: যা ক্রম অনুসারে নেই বা বিশৃঙ্খল দশা বা বিশৃঙ্খলার ভাব ।
সমার্থক শব্দাবলি:  ব্যতিক্রম, অগোছালো ভাব, ক্রমশূন্য অবস্থা, বিশৃঙ্খল অবস্থা, এলোমেলো ভাব।

বিপরীতার্থক শব্দ: