অক্রুদ্ধা
বানান বিশ্লেষণ: অ-ক্+র্+উ+দ্+ধ্+আ
উচ্চারণ:
ɔk.krud̪.d̪ʰa [অক্.ক্রুদ্.ধা]
শব্দ-উৎস: সংস্কৃত অক্রুদ্ধা> বাংলা অক্রুদ্ধা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ
অর্থ: ক্রোধের দশায় নেই বা ক্রোধযুক্ত অবস্থায় নেই এমন [স্ত্রীলিঙ্গে]
সমার্থক শব্দাবলি:
 
অকোপনা, অরুষ্টা, ক্রোধহীনা
বিপরীতার্থক শব্দ: