অংসপৃষ্ঠ
বানান বিশ্লেষণ : অ+ং+স্+অ+প্+ঋ+ষ্+ঠ্+অ
উচ্চারণ:
ɔŋ.ʃo.priʃ.ʈʰo (অঙ্‌.শো.পৃশ্.ঠো)

অঙ্. শো.পৃশ্.ঠো [ং-যুক্ত অ ধ্বনি একাক্ষর অং ধ্বনি তৈরি করে। অন্তিম স ধ্বনি শো ধ্বনি উৎপন্ন করে। ষ্ঠ ধ্বনি বিভাজিত হয়ে শ্.ঠো হয়। আগের পৃ ধ্বনির সাথে শ্ একত্রে পৃশ্ একাক্ষর তৈরি করে। অবশিষ্ট ঠো ধ্বনি তৈরি হয়।]

শব্দ-উৎস: সংস্কৃত अंसपृष्ठ (অংপৃষ্ঠ)>বাংলা অংপৃষ্ঠ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য  
ঊর্ধ্বক্রমবাচকতা {| কাঁধ | দেহাংশ | প্রাকৃতিক-অংশ | স্ব-সত্তা | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: কাঁধের পিছনের দিক।
সমার্থক শব্দাবলি: স্কন্ধের পৃষ্ঠদেশ, স্কন্ধের পশ্চাদ্ভাগ।


সূত্র :