অংশুপট্ট

বানান বিশ্লেষণ: অ+ং+শ্+উ+প্+অ+ট্+অ
উচ্চারণ: oŋ.ʃu
.pɔʈ..ʈo (ওঙ্‌.শু.পট্)।

ওঙ্ শু [পরবর্তী ধ্বনি উকারযুক্ত হওয়ায় অং ধ্বনি ওঙ্ ধ্বনিতে পরিণত হবে। শু একাক্ষর হিসেবে উচ্চারিত হবে।]
পট্.টো
[পট্ট শব্দের ট্ট বিভাজিত হয়ে ট্.টো হয়। প ধ্বনির সাথে রুদ্ধ ট্ ধ্বনি যুক্ত হয়ে পট্ ধ্বনি তৈরি করে। অবশিষ্ট টো ধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হয়।]

শব্দ-উৎস: সংস্কৃত अंशुपट्ट  অংশুপট্ট>বাংলা অংশুপট্ট>অংশুপট।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| পরিচ্ছদ | আবরক | মানবসৃষ্টি | সমগ্র | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}

অর্থ: . যে কোনো সূক্ষ্ম সুতায় নির্মিত কাপড় অর্থে- মিহি সুতার কাপড়

সমার্থক শব্দাবলি: অংশুপট, অংশুপট্ট, সূক্ষ্মবস্ত্র, ক্ষৌমবস্ত্র
ইংরেজি:
fine cotton fabric
 

অর্থ ২. মিহি রেশমের কাপড় (গরদ, তসর, মটকা), এই বিশিষ্টার্থে রেশমের কাপড়।

সমার্থক শব্দাবলি: অংশুপট, অংশুপট্ট
        [বিস্তারিত: রেশম পোকা]


সূত্র :