অংশুশিরা
বানান বিশ্লেষণ: অ+ং+শ্+উ+শ্+ই+র্+আ
উচ্চারণ : oŋ.ʃu
.ʃi.ra (ওঙ্‌.শু.শি.রা)।

ওঙ্.শু [পরবর্তী ধ্বনি উকারযুক্ত হওয়ায় অং ধ্বনি ওঙ্ ধ্বনিতে পরিণত হবে এবং উকারান্ত শ্ ধ্বনি, একাক্ষর শু ধ্বনি তৈরি করবে]
শি.রা [শি এবং রা দুটি একাক্ষর ধ্বনি তৈরি করবে]

শব্দ-উৎস: সংস্কৃত अंशुशिरा অংশুশিরা >বাংলা অংশুশিরা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অংশু {অশ্ (ব্যাপ্ত হওয়া) +উ (কু), কর্তৃবাচ্য}+  শিরা {শৄ (গমন করা) + অ (ক), কর্মবাচ্য}
অংশুসদৃশ (রশ্মিসদৃশ) যে শিরা/মধ্যপদলোপী কর্মধারয় সমাস
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | প্রবাহী-নালী | নলাকার সংস্থান | শারীরস্থান-বিষয়ক সংস্থান | দেহাংশ | প্রাকৃতিক-অংশ | স্ব-সত্তা | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: শরীরের একটি কেন্দ্র থেকে সকল দিকে বিচ্ছুরিত রশির মতো বাইরের দিকে ছড়ানো থাকে, এমন।


সূত্র :