অবঘর্ষণ

বানান্ বিশ্লেষণ : অ +ব্+অ+ঘ্+অ+র্+ষ্+অ+ণ্+অ।
উচ্চারণ: ɔ.bo.gʰɔɽʃ.ʃon (অ.বো.ঘর্‌শ্‌.শোন্)

শব্দ-উৎস: সংস্কৃত वधर्षण (অবঘর্ষণ)>বাংলাঘর্ষণ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অব-ঘৃষ্ (ঘর্ষণ করা) +অন্ (ল্যুট), ভাববাচ্য
পদ : বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| সঙ্গীত | নির্দিষ্ট কার্যকলাপ | মনুষ্য কার্যকলাপ |  কার্যক্রম | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন  | বিমূর্ত-সত্ত | সত্তা |}

অর্থ :
একাধিক সঙ্গীতোপযোগী ধ্বনিকে একটি সমন্বিত ধ্বনিতে প্রকাশ করার কৌশল হলো- অবঘর্ষণ বা একতান। পাশ্চাত্য সঙ্গীত রীতিতে কর্ড বা বিভিন্ন কম্পাঙ্কের সঙ্গীতোপযোগী ধ্বনির একত্রে উপস্থাপন করে এক ধরনের মিশ্র সঙ্গীত আবেশ সৃষ্টি করা হয়। 
সমার্থক শব্দাবলি:
অওঘর্ষণ
, অবঘর্ষণ, একতান, ঐকতান, সংগীতে স্বরের ঐক্য, সমতান, স্বরসঙ্গতি
ইংরেজি : harmony, musical harmony