অভিজ্ঞতা
বানান বিশ্লেষণ: অ+ভ্+ই+জ্+ঞ্+ত্+আ
উচ্চারণ:
o.bʰig.g̃ɔ.t̪a (ও.ভিগ্.গোঁ.তা)
শব্দ-উৎস: সংস্কৃত অভিজ্ঞতা>বাংলা অভিজ্ঞতা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অভিজ্ঞ {অভি+ জ্ঞা (জানা) + অ (ক), কর্তৃবাচ্য} + তা (তল্)

পদ :
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা }
অর্থ: প্রাথমিক বা আদ্য জ্ঞান হলো অভিজ্ঞা। বহুবিধ আদ্য জ্ঞান বা অভিজ্ঞার সমন্বয়ে সৃষ্টি হয় জ্ঞান। আর নানাবিধ জ্ঞানের সমন্বয়ে সৃষ্টি হয় প্রজ্ঞা। নানাবিধ প্রজ্ঞার ব্যবহারিক পর্যায়ে তৈরি হয়, নানা ধরনের নতুন নতুন জ্ঞান। সেই সূত্রের প্রজ্ঞার পরিধিও বৃদ্ধি পায়। এ সবই মানুষের স্মৃতিকোষে জমা থাকে। যেমন উত্তপ্ত লোহা এবং এই লোহায় হাত দিলে হাত পুড়ে যাবে। এই দুটি প্রজ্ঞার ভিতর দিয়ে যে বোধের জন্ম দেবে, তাই হবে অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা না থাকার কারণে, শিশুরা জ্বলন্ত মোমবাতি ধরতে যায়। একবার মোমবাতির শিখা ধরতে গিয়ে যে জ্ঞানের জন্ম হবে, তা শিশুর স্মৃতিতে থাকবে অভিজ্ঞতা হিসেবে। তাই দ্বিতীয় সে অভিজ্ঞতার কারণেই দ্বিতীয় বার হাত দিয়ে মোমবাতির শিখা ধরতে যাবে না।
ইংরেজি:
experience