আয়তচ্ছদা
বানান বিশ্লেষণ: +য়্+অ+ত্+অ+চ্+ছ্+অ+দ্+আ
উচ্চারণ:
a.o.oc.cʰɔ.d̪a (আয়্.ও.তোচ্.ছ.দা)

শব্দ-উৎস: সংস্কৃত আয়তচ্ছদা>বাংলা আয়তচ্ছদা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
আয়ত (বিস্তৃত) ছদ (পত্র) যাহার/সমানাধিকার বহুব্রীহি সমাস+আ (টাপ্)

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {বীরুৎ | ভাস্কুলার উদ্ভিদ | উদ্ভিদ | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }

অর্থ: াধারণ নাম কলাগাছ। গ্রীষ্মমণ্ডলীয় বা আধা-গ্রীষ্মমণ্ডলীয় বীরুৎধর্মী গাছের মুসা গণের যেকোন উদ্ভিদ, যাদের রয়েছে বিশাল পত্রাবলীর চূড়াধর্মী মুকুট এবং সাধারণত প্রলম্বিত ফলগুচ্ছ ঝুলন্ত অবস্থায় থাকে। পাতা বিস্তৃত অবস্থায় থাকে, এই কারণে একে আয়তচ্ছদা বলা হয়।

সমার্থক শব্দাবলি: অংশুমৎফলা, আয়তচ্ছদা, কদলীবৃক্ষ, কলাগাছ, সারতরু।                    
            [দেখুন: কলা [উদ্ভিদবিজ্ঞান]

ইংরেজি: banana, banana tree। 


সূত্র :