আশীবিষ
বানান বিশ্লেষণ: আ+শ্+ঈ+ব্+ষ্+অ
উচ্চারণ: আ.শি.বিষ্  [a.ʄi.biʄ]
শব্দ-উৎস: সংস্কৃত আশীবিষ> বাংলা আশীবিষ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: আশীতে বিষ যাহার/ বহুব্রীহি সমাস
পদ: বিশেষ্য
অর্থ: আশী (সাপের বিষদন্ত) থাকে যার, এই অর্থে সাপ ।
সমার্থক শব্দাবলি: অহি

সমার্থক শব্দাবলি:


সূত্র: