ফণাকর
বানান বিশ্লেষণ: ফ্+অ+ণ+আ+ক্+অ+র্+অ
উচ্চারণ:
pʰɔ.na.kɔr [ফ.না,কর্]
শব্দ-উৎস: সংস্কৃত ফণাকর > বাংলা ফণাকর
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ফণা করে যে/ উপপদ তৎপুরুষ সমাস
পদ: বিশেষ্য
অর্থ:
 ফণা বিস্তার করে, এই অর্থে সাপ

সমার্থক শব্দাবলি:


সূত্র: