ফণাধর
বানান বিশ্লেষণ: ফ্+অ+ণ+আ+ধ্+অ+র্+অ
উচ্চারণ:
pʰɔ.na.d̪ʰɔr [ফ.না.ধর্]
শব্দ-উৎস: সংস্কৃত ফণা- ধর> বাংলা ফণাধর
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ফণা ধরে যে/ উপপদ তৎপুরুষ সমাস
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {সরীসৃপমেরুদণ্ডী | কর্ডেট  | প্রাণী | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }‌
অর্থ: ফণা ধরে যে, এই অর্থে সর্প।

সমার্থক শব্দাবলি:


সূত্র: