কন্দ
বানান বিশ্লেষণ: ক্+অ+ন্+দ্+অ
উচ্চারণ:
kɔn.
o (কন্.দো)

শব্দ-উৎস: সংস্কৃত कन्द (কন্দ)>বাংল কন্দ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
কন্ (অন্বেষণ করা)+অ (ঘঞ্), কর্মবাচ্য
                                    কন্ (অন্বেষণ করা)+অ (অচ্), কর্তৃবাচ্য

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা  {| শিকড় | উদ্ভিদাঙ্গ | উদ্ভিদাংশ | প্রাকৃতিক লক্ষ্যবস্তু | সমগ্র | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}

অর্থ: উদ্ভিদের যে অংশ মাটির নিচে স্ফীতাকার মূল হিসেবে থাকে
সমার্থক শব্দাবলি: আনাজ, কন্দ।
 


 

সূত্র :