বাজ
বানান বিশ্লেষণ :ব্+আ+জ্+অ
উচ্চারণ :
baɟ (বাজ্)
১. শব্দ-উৎস: সংস্কৃত বজ্র> বাংলা বাজ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
বজ্ + অ (ঘঞ্), ভাববাচ্য
পদ: বিশেষ্য
অর্থ. যার গমন দ্রুত হয় বা যে দ্রুত গমন করে
সমার্থক শব্দাবলি: বেগ, দ্রুতগতি

২. শব্দ-উৎস:
সংস্কৃত বজ্র>প্রাকৃত বজ্জ> বাংলা বাজ
পদ:
বিশেষ্য
অর্থ.
মেঘজাত বিদ্যুৎ, যা ভূপৃষ্ঠে আঘাত হানে
সমার্থক শব্দাবলি: ঠাঠা, বজ্র, বাজ

৩, শব্দ-উৎস:
ফার্সি
باز  বাজ> বাংলা  বাজ
পদ: বিশেষ্য

১. অর্থ: এক ধরনের শিকারী পাখি বিশেষ।
সমার্থক শব্দাবলি: বাজ, শ্যেন

২. অর্থ. প্রত্যয় হিসেবে শব্দের পরে বসে
অর্থ: দক্ষ, অভ্যস্থ হওয়া অর্থে অন্য শব্দের পরে বসে, মূল শব্দের মান প্রকাশ করে।
প্রত্যজাত শব্দাবলি: মাগিবাজ, মামলাবাজ।


সূত্র: