বিল্লি
বানান্ বিশ্লেষণ : ব্+ই+ল্+ল্+ই
উচ্চারণ: 
		bil.li 
		(বিল্.লি)
শব্দ-উৎস: 
হিন্দি 
বিল্লী> বাংলা 
বিল্লি
পদ: 
	বিশেষ্য 
	
	
		ঊর্ধ্বক্রমবাচকতা 
		{ | বিড়াল পরিবার | 
		মাংসাশী |
		অমরাযুক্ত স্তন্যপায়ী |
		স্তন্যপায়ী | 
		মেরুদণ্ডী | 
		কর্ডেট | 
		প্রাণী | 
		জীবসত্তা | 
		জীবন্তবস্তু | 
		দৈহিক-লক্ষ্যবস্তু |
		দৈহিক সত্তা | 
		সত্তা | }
	
অর্থ:
প্রাণীজগতের বিড়াল পরিবারের ছোটো আকারে প্রাণী বিশেষ। সাধারণত বিড়াল পরিবারের এই 
বিশেষ প্রজাতিকে সত্যিকারের বিড়াল বলা হয়। এর বৈজ্ঞানিক নাম
Felis catusLinnaeus, 1758
    [বিস্তারিত দেখুন:
বিড়াল (প্রাণিবিজ্ঞান)]
সমার্থক শব্দাবলি: 
বিড়াল, 
বিলাই, বিল্লি, 
বেড়াল, বাঘের মাসি, 
মার্জার।