বরন
বানান বিশ্লেষণ: ব্+অ+র্+অ+ন+অ
উচ্চারণ: [
bɔ.ron] [ব.রোন্]
শব্দ-উৎস: সংস্কৃত বর্ণ> বাংলা বর্ণ>বরন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: সংস্কৃত বর্ণ> মধ্য স্বরাগমে বরণ> বরন।
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| দরশনগত লক্ষণগুণ | লক্ষণগুণ | সত্তাগুণ | বিমূর্তন | সত্তা|}

অর্থ: যা দিয়ে রঞ্জিত করা হয়, এই অর্থে বর্ণ বা বরন
সমার্থক শব্দাবলি: বরন, বর্ণ  রং, রঙ, রাগ
উদাহরণ: কুচ বরন কন্যারে তোর মেঘ বরন কেশ।
ইংরেজি:
color, colour, coloring, colouring

সূত্র :