দাদরা
বানান বিশ্লেষণ: দ্+আ+দ+র্+আ
উচ্চারণ:
d̪ad̪.ra (দাদ্.রা)
শব্দ-উৎস: দেশী দাদরা> বাংলা দাদরা
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {তাল | সাঙ্গীতিক সময় | সময় | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |
অর্থ: উত্তর ভারতীয় সঙ্গীতে ব্যবহৃত তাল বিশেষ। এর মাত্রা সংখ্যা ৬। সমপদী (৩/৩  মাত্রা)
        [বিস্তারিত দেখুন: তাল
দাদরা]
 

সূত্র :