দল
বানান বিশ্লেষণ :দ্+অ+ল্+অ
উচ্চারণ:
d̪ɔl (দল্)
শব্দ-উৎস: সংস্কৃত  দল> বাংলা দল
১. রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
দল্ (ভেদন)+ অ (অচ্)
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {উদ্ভিদাঙ্গ | উদ্ভিদাংশ | প্রাকৃতিক লক্ষ্যবস্তু | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ: ভেদনযোগ্য অঙ্গ। উদ্ভিদের পাতা বা ফুলের পাপড়ি বিভাজিত অবস্থায় থাকে। এই বিচারে দল শব্দের দুটি অর্থ গ্রহণ করা হয়। পদ: বিশেষ্য
অর্থ: কোনো বড় অংশের গুচ্ছবদ্ধ নাম। যেমন সেনাদল
সামর্থক শব্দাবলি:
দল, পাল, সমূহ

অর্থ: বিশেষ উদ্দেশ্যে গঠিত সংগঠনের নাম। যেমন কীর্তনের দল

২.
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
দল্ দলন করা)+ অ (অচ্)
পদ: বিশেষ্য (ভাববাচক)
অর্থ: দলিত করা, নিপীড়িত করে