দিনকাল
বানান বিশ্লেষণ: ্+ই+ন্+অ+ক্+আ+ল্+অ
উচ্চারণ:
in.kal (
দিন্.কাল্)।
শব্দ-উৎস: সংস্কৃত দিনকাল>বাংলা দিনকাল
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
দিনের (সময়কাল) কাল (অবস্থা)/ ষষ্ঠী তৎপুরুষ সমাস
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {সময়-কাল | মৌলিক পরিমাপ | মাপ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা | }

অর্থ:
সময়জনিত অবস্থা।
উদাহরণ: ভালো-মন্দে দিনকাল কাটছে।


সূত্র: