দিনকাল
বানান বিশ্লেষণ:
দ
্+ই+ন্+অ+ক্+আ+ল্+অ
উচ্চারণ:
d̪
in
.
kal
(
দিন্.কাল্
)।
শব্দ-উৎস:
সংস্কৃত
দিনকাল
>
বাংলা
দিন
কাল
।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
দিনের (সময়কাল) কাল
(অবস্থা)
/ ষষ্ঠী তৎ
পুরু
ষ সমাস
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
সময়-কাল
|
মৌলিক পরিমাপ
|
মাপ
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
| }
অর্থ:
সময়জনিত অবস্থা।
উদাহরণ:
ভালো-মন্দে দিনকাল কাটছে।
সূত্র:
বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান
।
বাংলা একাডেমী, ঢাকা।
মার্চ ২০০৫।
পৃষ্ঠা: ৬০৪।
শব্দবোধ অভিধান
। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০। পৃষ্ঠা: ৪৫৭।
শব্দসঞ্চয়িতা
। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫। পৃষ্ঠা: ৪৫৫