ধ্বান্ত
বানান বিশ্লেষণ: ধ্+ব্+আ+ন্+ত্+অ
উচ্চারণ:
ʰan.o  (ধান্.তো)।

শব্দ-উৎস: সংস্কৃত ধ্বান্ত>বাংলা ধ্বান্ত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা { | মনোগত দশা | সত্তাগুণ  | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

অর্থ: রূপকার্থে তম বা অন্ধকার।
সমার্থক শব্দাবলি: অন্ধকার, তম, তমস, তিমির
, ধ্বান্ত।  
ইংরেজি:
dark, darkness

যুক্তশব্দ: