হিটাইট
বানান বিশ্লেষণ : হ্+ই+ট্+আ+ই+স্+অ
উচ্চারণ:
hi.ʈa.iʈ
(হি.টা.ইট)
শব্দ-উৎস: প্রাচীন বাইবেলে হিব্রু
Hitti, Hittite>
ইংরেজি
Hittite>
বাংলা হিটাইট
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {
আনাতোলিয়ান ভাষা |
ইন্দো-ইউরোপীয় ভাষা |
প্রাকৃতিক ভাষা |
ভাষা |
যোগাযোগ |
বিমূর্তন
|
বিমূর্ত সত্তা |
সত্তা | }
অর্থ: ইন্দো-ইউরোপিয়ান ভাষা পরিবারের একটি শাখা।
আনাতোলিয়ার ব্রোঞ্জ যুগের শুরুর দিকে (আনুমানিক ৩৩০০ খ্রিষ্টপূর্বাব্দ ) মধ্য
আনাতোলিয়ার আদিবাসীদের কথিত ভাষা।
এই ভাষা সম্পর্ক জানা যায় হিটাইট রাজাদের
নির্দেশে লিখিত কিউনিফর্ম ট্যাবলেট এবং শিলালিপি থেকে। এই লিপিকে এক সময় বলা হতো- হায়ারোগ্লিফিক হিটাইট।
বর্তমান এর নাম হায়ারোগ্লিফিক লুইয়ান। বর্তমানে আনতোলিয়ান ভাষার অন্যান্য
শাখাগুলো হলো- কিউনিফর্ম লুইয়ান, হায়ারোগ্লিফিক লুইয়ান, প্যালাইক, লাইসিয়ান, মিলিয়ান, লিডিয়ান, ক্যারিয়ান, পিসিডিয়ান, সিডিটিক এবং ইসুরিয়ান অন্তর্ভুক্ত রয়েছে।