১. যা অপরের মনকে হরণ করে, এই অর্থে হৃদয়। সাধারণ অর্থে মনের অপর নাম
সমার্থক শব্দাবলি: অন্তঃকরণ, চিত্ত, মন, হৃদয়।
যুক্তশব্দ:
- পূর্বপদ: হৃদয়কন্দর, হৃদয়গত, হৃদয়গ্রাহিণী হৃদয়গ্রাহী, হৃদয়ঙ্গম, হৃদয়জ, হৃদয়বল্লভ, হৃদয়বল্লভা, হৃদয়বতী, হৃদয়বান, হৃদয়বাসনা, হৃদয়বীণা, হৃদয়বিদারক, হৃদয়বৃত্তি, হৃদয়বেদনা, হৃদয়ব্যাথা, হৃদয়ভেদী, হৃদয়মন্দির, হৃদয়রাজ্য, হৃদয়শূন্য, হৃদয়স্বামী, হৃদয়হীন, হৃদয়আবেগ, হৃদয়য়িক, হৃদয়েশ।
পরপদ: অকুণ্ঠহৃদয়, উদারহৃদয় ২. জীবদেহের অঙ্গবিশেষ। হৃদয়পিণ্ড।
সূত্র : :