হৃদয়
বানান বিশ্লেষণ:হ্+ঋ+দ্+অ+য়্+অ
উচ্চারণ:[হৃ.দয়্]
[rɦi.d̪ɔĕ]
শব্দ-উৎস:
সংস্কৃত হৃদয়>
বাংলা হৃদয়
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√হৃ
(হরণ করা) +
ক্বিপ্
(০)=হৃ> হৃদ}+
অয় (কয়ন)}
পদ:
বিশেষ্য
অর্থ:
১. মানুষের অনুভূতি, আবেগ বা অনুভবের
বিমূর্ত স্থান। সাধারণ অর্থে মনের অপর নাম।
সমার্থক শব্দাবলি: অন্তঃকরণ,
চিত্ত,
মন, হৃদয়।
যুক্তশব্দ:
- পূর্বপদ: হৃদয়কন্দর, হৃদয়গত, হৃদয়গ্রাহিণী
হৃদয়গ্রাহী, হৃদয়ঙ্গম, হৃদয়জ, হৃদয়বল্লভ, হৃদয়বল্লভা, হৃদয়বতী, হৃদয়বান,
হৃদয়বাসনা, হৃদয়বীণা, হৃদয়বিদারক, হৃদয়বৃত্তি, হৃদয়বেদনা, হৃদয়ব্যাথা, হৃদয়ভেদী,
হৃদয়মন্দির, হৃদয়রাজ্য, হৃদয়শূন্য, হৃদয়স্বামী, হৃদয়হীন, হৃদয়আবেগ, হৃদয়য়িক, হৃদয়েশ।
পরপদ:
অকুণ্ঠহৃদয়
অকুণ্ঠিতহৃদয়,
উদারহৃদয়
২. জীবদেহের অঙ্গবিশেষ। হৃদয়পিণ্ড
৩. কোন বিষয়ের কেন্দ্র বা ভিত্তিস্থান। যেমন- এই গ্রামের
হৃদয় হলো- বুড়ো বটতলা।
সূত্র :
- বাংলা একাডেমী
ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- বঙ্গীয় শব্দকোষ
(প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম খণ্ড)।
জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব
সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- >সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ।
শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।