হৃদয়
বানান বিশ্লেষণ:হ্+ঋ+দ্+অ+য়্+অ
উচ্চারণ:[হৃ.দয়্]
[rɦi.d̪ɔĕ]
শব্দ-উৎস: সংস্কৃত হৃদয়> বাংলা হৃদয়
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: √হৃ (হরণ করা) + ক্বিপ্ (০)=হৃ> হৃদ}+ অয় (কয়ন)}
পদ:
বিশেষ্য
অর্থ:
১. মানুষের অনুভূতি, আবেগ বা অনুভবের বিমূর্ত স্থানসাধারণ অর্থে মনের অপর নাম
সমার্থক শব্দাবলি: অন্তঃকরণ, চিত্ত, মন, হৃদয়।
যুক্তশব্দ:
২. জীবদেহের অঙ্গবিশেষ। হৃদয়পিণ্ড
৩. কোন বিষয়ের কেন্দ্র বা ভিত্তিস্থান। যেমন- এই গ্রামের হৃদয় হলো- বুড়ো বটতলা।

সূত্র :