ি
বানান বিশ্লেষণ: হ্+ই+র্+অ+ণ্+য্+অ
উচ্চারণ: ɦi.ron.no
(হি.রোন্.নো)।

হি.রোন্.নো [হি একাক্ষর হিসেবে উচ্চারিত হবে। আগের ই-কারের প্রভাবে র ধ্বনিটি রো হিসেবে উচ্চারিত হবে। ণ্য-এর বিভাজিত ধ্বনি রূপ হবে ন্.নো। আগের রো ধ্বনির সাথে ন্ ধ্বনি যুক্ত হয়ে রোন্ ধ্বনি উৎপন্ন করবে। অবশিষ্ট নো ধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হবে।]

শব্দ-উৎস: সংস্কৃত शिरण्यम्  (হিরণ্যম্)>বাংলা হিরণ্য
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
          
হিরণ {হৃ (হরণ করা বা লওয়া) +অন্ (ল্যুট), নিপাতনে কর্মবাচ্য}} + য (যৎ)
                                     বা
                হৃষ্ (হর্ষ) + ন্য (কন্যন),  কর্মবাচ্য
 

পদ: বিশেষ্য  


সূত্র :