ি
বানান বিশ্লেষণ: হ্+ই+র্+অ+ণ্+অ
উচ্চারণ: ɦi.rɔn
(হি.রন্)।

শব্দ-উৎস:  সংস্কৃত হিরণম্>বাংলা হিরণ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
হৃ (হরণ করা বা লওয়া) +অন্ (ল্যুট), নিপাতনে কর্মবাচ্য}

পদ: বিশেষ্য  
ঊর্ধ্বক্রমবাচকতা {| মহার্ঘ ধাতু | ধাতব মৌল | রাসায়নিক মৌল | বস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: প্রচলিত নাম স্বরণ বা সোনা। নরম, হলুদ, নমনীয়, পার্থিব স্বাভাবিক তাপমাত্রায় পিটিয়ে পাত করা যায় এমন ধাতব পদার্থ।
জারণ এবং ক্ষয়-প্রতিরোধী হিসেবে এটি মহার্ঘ ধাতু এর পারমাণবিক সংখ্যা ৭৯।
সমার্থক শব্দাবলি: কাঞ্চন, সোনা, স্বর্ণ, হিরণ, হিরণ্য


সূত্র :