হোত্র
বানান বিশ্লেষণ: হ্+ও+ত্+র্+অ
উচ্চারণ:
ɦot̪.t̪ro
ওগ্.নি.হোত্.ত্রো
শব্দ-উৎস: বৈদিক>
সংস্কৃত হোত্র>
বাংলা হোত্র
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√
হু (দান করা)+
ত্র (ত্রন্),
ভাববাচ্য
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{|
ধর্মীয় ক্রিয়ানুষ্ঠান |
ক্রিয়ানুষ্ঠান |
নির্দিষ্ট কার্যকলাপ |
মনুষ্য কার্যকলাপ |
কার্যক্রম |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত-সত্তা|
সত্তা |}
অর্থ: প্রাচীন ইন্দো-ইরানীয় মানব গোষ্ঠীর ভিতরে প্রচলিত ধর্মীয় অনুষ্ঠান বিশেষ
সমার্থক শব্দাবলি: হোত্র,
হোম।
যুক্তশব্দ: