জীব
বানান্ বিশ্লেষণ: জ্+ঈ+ব্+অ
উচ্চারণ: ɟib
(জিব্)
শব্দ-উৎস:
সংস্কৃত জীব>
বাংলা জীব
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√
জীব্ (প্রাণধারণ)
+অ (ক)
কর্তৃবাচ্য
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { প্রাণী |
জীবসত্তা
| জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা | }
১. অর্থ:
চলাচল করতে পারে
এমন জীবসত্তা।
সমার্থক শব্দাবলি: জীব, প্রাণী
২. অর্থ:
যে শক্তির দ্বারা জীব জীবিত থাকে
সমার্থক শব্দাবলি:
আয়ু, জীব (হতজীব),
পরান, প্রাণ, জীবন।
পূর্বপদে জীব:
জীবকোষ, জীবগতি,
জীবজগৎ,
জীবজন্তু, জীবতত্ত্ব,
জীবতত্ত্বজ্ঞ, জীবতত্ত্ববিৎ,
জীবতত্ত্ববিদ. জীবতত্ত্ববিদ্যা,
জীবতত্ত্ববেত্তা।
পরপদে জীব:
হতজীব
সূত্র:
- বঙ্গীয় শব্দকোষ (দ্বিতীয় খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- ব্যবহারিক শব্দকোষ। কাজী আব্দুল ওদুদ। প্রেসিডেন্সী লাইব্রেরী। কলিকাতা।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।