ক্রীড়া
বানান বিশ্লেষণ: ক্+র্+ঈ+ড়্+আ
উচ্চারণ:
kri.ɽa [ক্রি.ড়া]
শব্দ-উৎস: সংস্কৃত ক্রীড়া> বাংলা ক্রীড়া
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
ক্রীড়্  খেলা) + অ (অ), ভাববাচ্য + আ (টাপ্)
পদ:
বিশেষ্য
অর্থ: বিনোদনের উপযোগী নিয়মাবদ্ধ দৈহিক বা মানসিক কর্ম বিশেষ।
সমার্থক শব্দাবলি: ক্রীড়া, খেলা।
বিপরীতার্থক শব্দ: