মাছ
বানান্ বিশ্লেষণ : ম্+আ+ছ্+অ
উচ্চারণ:
macʱ (মাছ্)
শব্দ-উৎস: সংস্কৃত মৎস্য>প্রাকৃত মচ্ছ বাংলা মাছ
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| জলজ মেরুদণ্ডী | মেরুদণ্ডী | কর্ডেট | প্রাণী | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: জলের সংস্পর্শ মত্ততা প্রকাশ করে যে, এই অর্থে মৎস্য।
সমার্থক শব্দাবলি: মৎস, মৎস্য, মাছ