মা
বানান বিশ্লেষণ : ম্+আ+র্+অ
উচ্চারণ : mar (মা)

মার্ (একাক্ষর মা এর সাথে রুদ্ধ র্ যুক্ত হয়ে একাক্ষর মার্ ধ্বনি তৈরি করে)

শব্দ-উৎস: সংস্কৃত मारः (মারঃ)>বাংলা মার
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

১. মারি {মৃ (বিনাশ হওয়া)+ ই (ণিচ)} +অ (অণ্), কর্তৃবাচ্য
পদ : বিশেষণ
অর্থ:
প্রাণ নাশ হয় যার দ্বারা বা যার মাধ্যমে।
সমার্থক শব্দাবলি:
ঘাতক, বিনাশক, মারক।
প্রয়োগ: সমাসে উত্তরপদে ব্যবহৃত হয়। যেমন- অশ্বমার, অহিমার, পশুমার।

২. মারি {মৃ (বিনাশ হওয়া)+ ই (ণিচ)} +অ (অচ্), ভাববাচ্য
পদ:  বিশেষ্য  
উর্ধ্বক্রমবাচকতা {| পরিবর্তন | ঘটনা | ঘটিত বিষয় | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
অর্থ: প্রজাতিসমূহ জীবন নামক দশার অবসানে যে দশায় উপনীত হয়।
সমার্থক শব্দাবলি: মরণ, মৃত্যু।
ইংরেজি:
death, decease, expiry

৩. মারি {মৃ (বিনাশ হওয়া)+ ই (ণিচ)} +অ (অচ্), কর্তৃবাচ্য
পদ: বিশেষ্য  
ঊর্ধ্বক্রমবাচকতা {| বৌদ্ধ দৈবসত্তা | দৈবসত্তা | আধ্যাত্মিক সত্তা | বিশ্বাস | ্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

অর্থ: বৌদ্ধ ধর্মমতে মৃত্যর রাজা হলেন মার। মানুষের নির্বাণলাভের পথকে ধ্বংস করে এই দেবতা মৃত্যুর রাজ্যে নিয়ে যায়। ফলে মানুষ তার কৃতকর্মের জন্য বার বার জন্মগ্রহণ করতে বাধ্য হয়। বৌদ্ধ ধর্মগ্রন্থ ধম্মপদ (ত্রিপিটকের সুত্ত পিটক অংশের খুদ্দক পাঠের দ্বিতীয় গ্রন্থ)-এর মতে 'যে ব্যক্তি কেবল বাহ্য-শোভা খুঁজে বেড়ায়, ইন্দ্রিয়কে সংযত করে না, যে ব্যক্তি অমিতাহারী, অলস এবং উদ্যমহীন, মার তাকে পরাহত করে। [ধম্মপদ ৭ম সূত্র]

মারের সাথে যুদ্ধ করার প্রধান অস্ত্র প্রজ্ঞা। আসক্তবিহীন চিত্তে প্রজ্ঞার দ্বারা আত্মশুদ্ধি করে, মারের কবল থেকে মুক্তি লাভ করলেই নির্বাণ লাভ করা সম্ভব। ভোগের রাজ্যে প্রবেশ করলে, চিত্তের ভিতর মার প্রবেশ করে। মার নানা ধরনের প্রলোভনের মাধ্যমে মানুষকে নিজের রাজ্যে টেনে নেয়। যে লোভের বশবর্তী হয়ে ভোগের রাজ্যে প্রবেশ করে, তার স্থান হবে মারের রাজ্যে (মৃত্যর জগৎ)। মানুষ যখন ভোগ করে, তখনই মানুষের চিত্তে মার প্রবেশ করে। মানুষ যা নিজে ভোগ করছে বলে মনে করে, মূলত তা মার-ই ভোগ করে।

৪. মারি {মৃ (বিনাশ হওয়া)+ ই (ণিচ)} + ই (ইন্), ভাববাচ্য=মারি>মার
পদ: বিশেষ্য  

৪.১.ঊর্ধ্বক্রমবাচকতা {| অভিঘাত | চলনকর্ম | পরিবর্তনকর্ম | কর্ম | মনুষ্য কার্যক্রম | ঘটিত বিষয় | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}
অর্থ: শরীরের কোনো অংশ দ্বারা, অন্য বস্তুর সাহায্যে অভিঘাত সৃষ্টি করে আহত করা হয়, এমন কর্মকরণ।
সমার্থক শব্দাবলি: আঘাত, প্রহার
উদাহরণ: মুষলের মারে মাথা গেল ফেটে [শিবায়ন। বঙ্গবাসী]

৪.২. ঊর্ধ্বক্রমবাচকতা  {| ধ্বংসকরণ | অবনয়ন | অবনতি দশা | বিকৃতদশা | অবস্থা-দশা | দশা | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
অর্থ:
যা কোনো প্রক্রিয়ার মাধ্যমে কোনো কিছু বিনষ্ট হওয়ায় যে দশায় উপনীত হয়।
সমার্থক শব্দাবলি: ধ্বংস, বিনষ্ট
উদাহরণ: প্রবল খরায় এবারের ফসল মাঠেই মারা গেল।


সূত্র :