নিখিলভুবন
বানান বিশ্লেষণ: ন্+ই+খ্+ই+ল্+অ+ভ্+উ+ব্+অ+ন্+অ
উচ্চারণ:
ni.kʰi.lo.bʰu.bɔn (নি.খি.লো.ভু.বন্)
শব্দ-উৎস:
সংস্কৃত নিখিল+
ভুবন> বাংলা নিখিলভুবন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | প্রাকৃতিক লক্ষ্যবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: মহাকাশ এবং এর অন্তর্গত সকল উপকরণ নিয়ে অখণ্ড সত্তাকে বিবেচনা করা হয়, তার নাম।
ইংরেজি:
Universe
সমার্থক শব্দাবলি: অখিলবিশ্ব, অখিলভুবন, নিখিলবিশ্ব, নিখিলভুবন, মহাজগৎ, মহাবিশ্ব, বিশ্বচরাচর, বিশ্বগোলক, বিশ্বচক্র, বিশ্বনিখিল, বিশ্বব্রহ্মাণ্ড, বিশ্বমণ্ডল, ব্রহ্মাণ্ড।
        [মহাবিশ্ব: জ্যোতির্বজ্ঞান]