ভুবন
বানান বিশ্লেষণ: ভ্+উ+ব্+অ+ন্+অ
উচ্চারণ:
bʰu.bɔn (ভু.বন্)
শব্দ-উৎস: সংস্কৃত ভুবন> বাংলা ভুবন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ভূ (হওয়া)+ অন (ক্যুন), অধিকরণবাচ্য
পদ
১. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | প্রাকৃতিক লক্ষ্যবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}

অর্থ:

১.১ মহাকাশ এবং এর অন্তর্গত সকল উপকরণ নিয়ে অখণ্ড সত্তাকে বিবেচনা করা হয়, তার নাম।
ইংরেজি:
Universe
সমার্থক শব্দাবলি: গোলক, চরাচর, চক্র, জগৎ, বিশ্ব, ব্রহ্মাণ্ড, ভুবন
যুক্তশব্দ:
    পরপদ:
অখিলভুবন, নিখিলভুবন
 

১. বিশেষ্য
অর্থ: বাউল তত্ত্বে দেহের ১৪টি স্থান। একে বলা হয় ১৪ ভুবন। এগুলো হলো- ২ চোখ, ২ কান, নাকের দুই ফুটো, মুখ, মাজা, গুহ্যদ্বার, উপস্থ, বুক, স্তন, নাভি ও ব্রহ্মরন্ধ্র।