নন্দন
বানান বিশ্লেষণ : ন্+অ+ন্+দ্+অ+ন্+অ
উচ্চারণ:
nɔn.d̪on (নন্.দোন্)
শব্দ-উৎস: সংস্কৃত নন্দন> বাংলা নন্দন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:নন্দি {√নন্দ্ (আনন্দ পাওয়া)+ অন্ (ল্যুট)}, ভাববাচ্য
পদ: বিশেষণ
অর্থ: যা আনন্দ দেয় এমন।
সমার্থক শব্দাবলি: আনন্দদায়ক, নন্দন।
যুক্তশব্দ:

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { সন্তানসন্ততি | আত্মীয় | ব্যক্তি | জীবসত্তা| জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা|}

অর্থ: বংশ রক্ষার আনন্দ প্রদান করে এই অর্থে পুত্রসন্তান
সমার্থক শব্দাবলি: নন্দন, পুত্র
যুক্তশব্দ: