পর্বত
বানান্ বিশ্লেষণ : প্ +অ+র্+ব্+অ+ত্+অ।
উচ্চারণ:
pɔrb.bɔt̪
(পর্ব্.বোত্)
শব্দ-উৎস:
সংস্কৃত পর্ব্বত>
বাংলা পর্ব্বত> পর্বত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√পর্ব্বন্
(পূর্ণ হওয়া) +
ত (তপ্)
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{পর্বতমালা |
|প্রাকৃতিক উত্থান |
ভূ-স্তরসমষ্টি |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
অর্থ: পর্বযুক্ত সত্তা এই অর্থে পর্বত। পৃথিবীর ভূভাগের স্তরগুলো যে বিন্যস্তদশায় পাওয়া যায়। এর ভিতরে প্রাকৃতিক কারণে উত্থিত ভূস্তরসমষ্টি বা বিন্যাসকে পর্বত বলা হয়। মূলত ভূপৃষ্ঠের উপরে অতিশয় উঁচু বহুদূর বিস্তৃত পর্বে পর্বে বিন্যস্ত শিলাস্তুপকে পর্বত বলা হয়। যেমন হিমালয় পর্বত, আল্পস পর্বত, ইত্যাদি।
সমার্থক শব্দাবলি:
নগ ,
পর্বত, পাহাড়।
ইংরেজি :
hill।
যুক্তশব্দ:
- পূর্বপদ:
পাহাড়-তলি,পাহাড়-পর্বত।
- প্রত্যয়জাত: পাহাড়িয়া, পাহাড়ি