নগ
বানান বিশ্লেষণ : ন্+অ+গ্+অ
উচ্চারণ:
nɔ.go (ন.গো)
শব্দ-উৎস: সংস্কৃত নগ> বাংলা নগ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ন -√ গম্ (আনন্দ পাওয়া)+ অ (ড)
পদ: বিশেষ্য

১. ঊর্ধ্বক্রমবাচকতা {পর্বতমালা | |প্রাকৃতিক উত্থান | ভূ-স্তরসমষ্টি | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ:
যা গমন করে না।
সমার্থক শব্দাবলি:
নগ, পর্বত, পাহাড়

২. ঊর্ধ্বক্রমবাচকতা {বৃক্ষ | কাষ্ঠ-উদ্ভিদ | ভাস্কুলার উদ্ভিদ | উদ্ভিদ | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ: যা গমন করে না।
সমার্থক শব্দাবলি:
গাছ, নগ, বৃক্ষ