পাহাড়
বানান্ বিশ্লেষণ : প্ +আ+হ্+আ+ড়্+অ।
উচ্চারণ:
pa.ɦaɽ (পা.হাড়্)
শব্দ-উৎস: সংস্কৃত পাষাণ> প্রাকৃত পাহাণ> বাংলা পাহাড়
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {প্রাকৃতিক উত্থান | ভূ-স্তরসমষ্টি | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ: পৃথিবীর ভূভাগের স্তরগুলো যে বিন্যস্তদশায় পাওয়া যায়। এর ভিতরে প্রাকৃতিক কারণে উত্থিত ভূস্তরসমষ্টি বা বিন্যাসকে পাহাড় বলা হয়। সাধারণত সমভূমির চেয়ে উঁচু স্বল্পদূর বিস্তৃত ভূভাগকে পাহাড় বলা হয়। বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবানে এরূপ বহু পাহাড় রয়েছে। সিলেটের পাথলিয়া, রাজকান্দি, বালিসারা, রাঙ্গামাটির মৌদক মৌয়াল, রেংটিয়াং, চট্টগ্রামের সীতাকুণ্ড ও চন্দ্রনাথ পাহাড়ের উদাহরণ। উল্লেখ্য, ভূপৃষ্ঠের উপরে অতিশয় উঁচু বহুদূর বিস্তৃত শিলাস্তুপকে পর্বত বলা হয়। যেমন হিমালয় পর্বত, আল্পস পর্বত, ইত্যাদি।

সমার্থক শব্দাবলি:
সাধারণভাবে বাংলা ভাষায় পাহাড় ও পর্বতকে প্রায় একই অর্থে ব্যবহার করা হয়।
ইংরেজি : hill


যুক্তশব্দ: