পৃথক্-কৃতা
বানান বিশ্লেষণ :
প্+ঋ+থ্+অ+ক্+ক্+ঋ+ত্+আ।
উচ্চারণ:
pri.t̪ʰɔk.kri.t̪a
(পৃ.থক্.কৃ.তা)
পৃ.থক্ [পৃ একাক্ষর হিসেবে প্রকাশিত হয়। এর পরে থক্ একাক্ষর হিসেবে উচ্চারিত হয়।]
কৃতা=কৃ.তা [কৃ একাক্ষর হিসেবে উচ্চারিত হয়। অবশিষ্ট তা ধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হয়।]
শব্দ-উৎস: সংস্কৃত पृथक्-कृता (পৃথক্-কৃতা)>বাংলা পৃথক্-কৃতা।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পৃথক {√পৃথ্
(ক্ষেপণ করা) +অক
(ণ্বুল),
কর্মবাচ্য}
+ কৃত
{√কৃ
(করা)
+ত
(ক্ত),
কর্মবাচ্য।
পদ:
বিশেষণ
{
নাম-বিশেষণ,
গুণবাচক, ব্যক্তিবাচক, স্ত্রীবাচক}।
অর্থ: যা ভাগ হয়েছে এমন।
সমার্থক শব্দাবলি:
অংশিতা,
পৃথক-কৃতা,
পৃথকীকৃতা,
বিভক্ত,
বিভাজিত।
বিপরীতার্থক শব্দ:
পৃথক্-কৃত
(পুংলিঙ্গার্থে)।
ইংরেজি: (fem.) partioned