সেনা
বানান বিশ্লেষণ : স্+এ+ন্+ আ
উচ্চারণ: ʃe.na
(শে.না)
শব্দ-উৎস:
সংস্কৃত
সেনা>
বাংলা
সেনা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√
সি
(বন্ধন করা) +
ন (নন্),
কর্তৃবাচ্য +
আ (টাপ্)
। স্ত্রীলিঙ্গ
পদ :
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{সামরিক ব্যক্তি |
দক্ষকর্মী |
কর্মী |
ব্যক্তি |
জীবসত্তা |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
অর্থ:
১. সেনাবাহিনীতে কর্মরত
যে কোনো সদস্য। এই অর্থে সেনাবাহিনীতে নানা ধরনের দক্ষলোক কাজ করে। যেমন-
সাধারণ সৈনিক, সেনাপতি। আবার সেনেবাহিনীর সহায়ক ডাক্তার,
ইঞ্জিনিয়ার প্রমুখ।
সমার্থক শব্দাবলি:
সামরিক ব্যক্তি ।
২. কমিশনপ্রাপ্ত সেনাকর্মকর্তার নিচের ধাপের সামরিক
ব্যক্তি। যাঁরা সাধারণ যোদ্ধা হিসেবে অভিহিত হয়ে থাকেন।
সমার্থক শব্দাবলি:
ফৌজ,
যোদ্ধা, সেনা,
সৈনিক,
সৈন্য,
সিপাই,
সিপাহি, সিপাহী
ইংরেজি: soldier
যৌগিকশব্দ: পূর্বপদ:
সেনাগ্র,
সেনাগ্রমুখ,
সেনাঙ্গ, সেনাছাউনি, সেনাধ্যক্ষ, সেনানায়ক, সেনানিবাস, সেনানিবেশ,
সেনাপতি সেনামুখ
, সেনাশিবির।
সূত্র:
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ।
১৪০৮।
- বঙ্গীয় শব্দকোষ (দ্বিতীয় খণ্ড)। হরিচরণ
বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন
দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক
এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির।
মার্চ ২০০০।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
- সরল বাঙ্গালা
অভিধান । সুবলচন্দ্র
মিত্র।
- wordnet 2.1