সেনা
বানান বিশ্লেষণ : স্+এ+ন্+ আ
উচ্চারণ:
ʃe.na (শে.না)
শব্দ-উৎস: সংস্কৃত সেনা> বাংলা সেনা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
সি (বন্ধন করা) + ন (নন্), কর্তৃবাচ্য + আ (টাপ্) । স্ত্রীলিঙ্গ
পদ : বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {সামরিক ব্যক্তি | দক্ষকর্মী | কর্মী | ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }

অর্থ:
১. সেনাবাহিনীতে কর্মরত যে কোনো সদস্য। এই অর্থে সেনাবাহিনীতে নানা ধরনের দক্ষলোক কাজ করে। যেমন- সাধারণ সৈনিক, সেনাপতি। আবার সেনেবাহিনীর সহায়ক ডাক্তার, ইঞ্জিনিয়ার প্রমুখ।
সমার্থক শব্দাবলি: সামরিক ব্যক্তি

২. কমিশনপ্রাপ্ত সেনাকর্মকর্তার নিচের ধাপের সামরিক ব্যক্তি। যাঁরা সাধারণ যোদ্ধা হিসেবে অভিহিত হয়ে থাকেন।
সমার্থক শব্দাবলি: ফৌজ, যোদ্ধা, সেনা, সৈনিক, সৈন্য, সিপাই, সিপাহি, সিপাহী

ইংরেজি:
soldier
যৌগিকশব্দ: পূর্বপদ: সেনাগ্র, সেনাগ্রমুখ, সেনাঙ্গ, সেনাছাউনি, সেনাধ্যক্ষ, সেনানায়ক, সেনানিবাস, সেনানিবেশ, সেনাপতি সেনামুখ , সেনাশিবির।


সূত্র: