সুপারি
বানান্ বিশ্লেষণ: স্+উ+প্+আ+র্+ই
উচ্চারণ:
ʃu.pa.ri [শু.পা.রি]
শব্দ-উৎস: দেশী
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { গুবাক শ্রেণি | পালক তাল | তালজাতীয় বৃক্ষ | বৃক্ষ  | কাষ্ঠ-উদ্ভিদ | ভাস্কুলার উদ্ভিদ | উদ্ভিদ | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ:
 Areca গণের এটি বৃক্ষ। এর বৈজ্ঞানিক নাম Areca catechu। এই গাছের ফলকেও সুপারি বলা হয়।
সমার্থক শব্দাবলি:
অকোট, গুবাক, সুপারি।

সুপারি দেওয়া: অপরাধ জগতের একটি সাঙ্কেতিক শব্দ। এর অর্থ হলো- কোনো ব্যক্তিকে হত্যা করার জন্য, কোনো হত্যাকারীকে অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়া।