অকোট
বানান্ বিশ্লেষণ: অ-ক্+ও+ট্+অ
উচ্চারণ:
ɔ.koʈ [কোট্]
শব্দ-উৎস: সংস্কৃত অকোট>বাংলা অকোট
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { গুবাক শ্রেণি | পালক তাল | তালজাতীয় বৃক্ষ | বৃক্ষ  | কাষ্ঠ-উদ্ভিদ | ভাস্কুলার উদ্ভিদ | উদ্ভিদ | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ:
যাতে বক্রভাব নাই। এই অর্থে রূপকার্থে সুপারি গাছকে সংস্কৃত ভাষায় অকোট বলা হতো। বাংলাতে এই শব্দের ব্যবহার লক্ষ্য করা যায় না। উল্লেখ্য এই গাছের বৈজ্ঞানিক নাম
Areca catechu। এই গাছের ফলকেও অকোট বলা হয়।
সমার্থক শব্দাবলি: অকোট, গুবাক, সুপারি


সূত্র: