তম
বানান বিশ্লেষণ: ত্+অ+ম্+অ+স্+অ
উচ্চারণ:
 t̪ɔ.moʃ (ত.মোশ্)।

শব্দ-উৎস: সংস্কৃত তমস্>বাংল
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
তম্ (গ্লানি) +অস (অসুন)
পদ:
বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা { দীপন | মনোগত দশা | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

অর্থ: আলোকবিহীন দশা। এই অর্থে অন্ধকার।
সমার্থক শব্দাবলি: অন্ধকার,
তম, তমঃ তমস, তমসা, তিমির
ইংরেজি:
dark, darkness
 

যুক্তশব্দ:


সূত্র :