তৃপ্তা
বানান বিশ্লেষণ: ত্+ঋ+প্+ত্+অ
উচ্চারণ:
t̪rip.t̪o [তৃপ্.তো] ।
শব্দ-উৎস:
সংস্কৃত তৃপ্ত > বাংলা তৃপ্ত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
তৃপ্ (তৃপ্ত হওয়া)+ত (ক্ত), কর্তৃবাচ্য+আ (টাপ্)
পদ: বিশেষণ
অর্থ: যিনি প্রাপ্তির দ্বারা পরিতুষ্টা
সমার্থক শব্দাবলি: আনন্দযুক্তা. আহ্লাদিনী, তৃপ্তা
বিপরীত শব্দ: তৃপ্ত [পুংলিঙ্গার্থে]
সূত্র :