বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন পত্রিকা

১৯৭১ খ্রিষ্টাব্দে ২৫ মার্চ দিবাগত রাত্রি ১২টার পর থেকে পাকিস্তানী সেনাবাহিনী কর্তৃক তদানীন্তন পূর্ব-পাকিস্তানে
অপারেশন সার্চ লাইট নামক সামরিক অভিযান। এর ভিতর দিয়ে বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হয়। ১৯৭১ খ্রিষ্টাব্দের ১৬ই ডিসেম্বর পাকিস্তানী সেনাবাহিনী, মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণের মধ্য দিয়ে এই যুদ্ধের সমাপ্তি ঘটে। এই সময়ের ভিতর, মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের তথ্য ও বেতার মন্ত্রণালয়ের অধীনে সামগ্রিকভাবে এবং বিভিন্ন অঞ্চল থেকে স্থানীয়ভাবে অনেক পত্র-পত্রিকা এবং ছোট ছোট হ্যন্ডবিল,বুলেটিন ইত্যাদি প্রকাশিত হয়েছিল। এসব পত্রিকাদিতে বাংলাদেশ সরকারের বিভিন্ন কার্যকলাপ, রণাঙ্গনের খবরাখবর, শরণার্থী শিবির সংক্রান্ত বিষয়-সহ নানা ধরনের প্রাসঙ্গিক বিষয়াদি প্রকাশিত হতি। এগুলোর প্রকাশ মাধ্যম ছিল বেতার ও কাগুজে-মুদ্রণ ব্যবস্থা। এর ভিতরে কাগজে প্রকাশিত নিয়মিত পত্রিকা একটি বিশেষ ভূমিকা রেখেছিল। পত্রিকাগুলোর মুদ্রণ প্রকৃতি ছিল দুই ধরনের।
‌    ১. হাতে লেখার পরে সাইক্লোস্টাইল করে প্রকাশ
    ২. তৎকালীন যান্ত্রিক মুদ্রণ ব্যবস্থায় মুদ্রিত করে প্রকাশ।


স্বাধীনতাযুদ্ধের পরে, এই সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ করা হয় নি। ধারণা করা বর্তমানে যে পত্রপত্রিকার নাম পাওয়া যায়, হয়তো এর বাইরেও আরও কিছু পত্র-পত্রিকা ছিল। এখন পর্যন্ত সন্ধান-পাওয়া পত্রিকাসমূহের তালিকা নিচে দেওয়া হলো।

  1. অগ্রদূত (৩১ আগস্ট-৮ ডিসেম্বর ১৯৭১)
  2. অভিযান (১৮ নভেম্বর ১৯৭১ খ্রিষ্টাব্দ)
  3. অমর বাংলা (৪ নভেম্বর  ১৯৭১ খ্রিষ্টাব্দ)
  4. আমার দেশ (১৯৭১ খ্রিষ্টাব্দ)
  5. আমোদ (১৯৫৫ খ্রিষ্টাব্দ-বর্তমান সময়)
  6. উত্তাল পদ্মা (১৯৫৫ খ্রিষ্টাব্দ-বর্তমান সময়)