প্রাগৈতিহাসিক ভাষা
প্রাগ্-ভাষা পরিবার: প্রাক ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবার
ভাষা পরিবার:
ইন্দো-ইউরোপিয়ান
ভাষা উপ-পরিবার:   ইন্দো-ইরানিয়া ভাষা
শাখা:  ভারতীয়-আর্য ভাষা

উপ-শাখা: পূর্বাঞ্চলীয় আর্য ভাষা
গোষ্ঠী:
মাগধি
উপগোষ্ঠী:  মাগধী অপভ্রংশ বা মাগধী অবহট্ট
গোত্র: পূর্বাঞ্চলী মাগধি ও পশ্চিমাঞ্চলীয় মাগধি
উপগোত্র: ওড়িয়া এবং বাংলা-অহমিয়া ভাষা

ভাষা সঙ্কেত

আইএসও ৬৩৯-২ mag
আইএসও ৬৩৯-৩

পূর্বাঞ্চলীয় মাগধি
প্রাচীন ভারতের মাগধী অপভ্রংশ বা মাগধী অবহট্ট- ভাষার পূর্বাঞ্চলীয় রূপ। দক্ষিণ বিহারের মগধ নামে পরিচিত অঞ্চলের ভাষা গোষ্ঠীকে সাধারণভাবে মাগধী বলা হয়। তবে এর বিস্তার ছিল ভারতের পশ্চিম থেকে পূর্বাঞ্চল পর্যান্ত। কালবিবর্তনের ধারায় এই ভাষাটি আদি রূপ হারিয়ে নূতন একটি রূপ লাভ করে। বর্তমানে এই ভাষাকে বলা হয় মাগধি অপভ্রংশ। তবে সাধারণভাবে একে অপভ্রংশও বলা হয়। পরে অপভ্রংশ পূর্ব পশ্চিমে ভাগ হয়ে যায়। আঞ্চলিকতার বিচারে ভাষাতাত্ত্বিকরা এর নামকরণ করেছেন পূর্বাঞ্চলীয় মাগধি ও পশ্চিমাঞ্চলী মাগধি।

এই ভাষাগোত্রের পূর্বাঞ্চলী অংশ থেকে উদ্ভব হয়েছে ওড়িয়া এবং বাংলা-অহমিয়া ভাষা ভাষা-উপগোত্র।

 


সূত্র :