Halobacterium গণের একটি আর্কিব্যাক্টেরিয়া

আর্কিয়া
ইংরেজি : Archaea

এককোষী আনুবীক্ষণিক জীবের একটি স্বক্ষেত্র (Domain)। ১৯৯০ খ্রিষ্টাব্দের এর নামকরণ করেন- Woese, Kandler এবং Wheelis। জীবজগতের শ্রেণিবন্যাসে একে জীবন (life) -এর আদি ধাপে অন্তর্ভুক্ত করা হয়।

জীব-স্বক্ষেত্র (Domain) : Archaea
                            পর্ব (Phylum) : Crenarchaeota
             
              পর্ব (Phylum) : Korarchaeota
                           
পর্ব (Phylum) : Nanoarchaeota
         জীব-রাজ্য (Kingdom) : Euryarchaeota
                             
পর্ব (Phylum) : : Euryarchaeota
         জীব-রাজ্য (Kingdom) : Thaumarchaeota
                             
পর্ব (Phylum) : Thaumarchaeota

এই স্বক্ষেত্রের জীবগুলোর কোনো কোষে কোষকেন্দ্র নেই। মূলত এরা ছিল প্রাক্-প্রাণকেন্দ্রিক কোষ (Prokaryotes) যুক্ত। এই শ্রেণির জীবকে আগে ব্যাক্টেরিয়ার ভিতরে ফেলা হয়েছিল। তখন এদের নামকরণ করা হয়েছিল আর্কেব্যাক্টেরিয়া। বর্তমানে আর্কেব্যাক্টেরিয়া-কে আর্কিয়া স্বক্ষেত্রের অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রায় ৩৫০-৩০০ কোটি বৎসরের ভিতরে প্রাক্-প্রাণকেন্দ্রিক কোষ-যুক্ত আর্কেব্যাক্টেরিয়ার আবির্ভাব ঘটেছিল। প্রায় ৩০০ কোটি বছর আগের পুরানো জীবাশ্ম বিশ্লেষণ করে, এই  আর্কেব্যাক্টেরিয়া' পূর্বপুরুষদের অস্তিত্বের কথা জানা গেছে। আদি এই জীবকণিকাগুলো ভিন্ন প্রক্রিয়ায় সালোকসংশ্লেষণের কাজ করতো। আদি পৃথিবীর কর্দমাক্ত পরিবেশে এরা সবুজ এবং লোহিতনীল বর্ণের গন্ধক অঞ্চলে বসবাস করতো এবং সালোকসংশ্লেষণ প্রক্রিয়া হাইড্রোজেন সালফাইড ব্যবহার করতো। ফলে অক্সিজেনের পরিবর্তে এরা বাতাসে গন্ধক পরিত্যাগ করতো। এই কারণে এদের শরীরের চিনি তৈরি হতো না।