সাইটোপ্লাজম
Cytoplasm

ইংরেজি Cytoplasm শব্দটি এসেছে গ্রিক kytos (ফাঁপা) এবং plasm (রূপ) শব্দদ্বয়ের সমন্বয়ে। কোষের প্রোটোপ্লাজমের ভিতর থেকে প্লাজমা মেমব্রেন ও নিউক্লিয়াসকে বাদ দিলে,  কোষস্থ যে অস্বচ্ছ, অর্ধ-তরল, দানাদার, জেলির ন্যায় পদার্থকে সাইটোপ্লাজম বলা হয়। সাইটোপ্লাজমকে ঘিরে রয়েছে একটি আবরণী পর্দা। এই পর্দাকে বলা হয় কোষাবরণী (plasma membrane)। কোষাবরণী সংলগ্ন সাইটোপ্লাজমের স্বচ্ছ স্তরকে এক্টোপ্লাজম (Ectoplasm) । আর নিউক্লিয়াসের আবরণীর সংলগ্ন সাইটোপ্লাজমের ঘন দানাদার স্তরকে এন্ডোপ্লাজম (Endoplasm) । এ ছাড়া কোষগহ্বর সংলগ্ন সাইটোপ্লাজমের হালকা স্তরকে টেনোপ্লাজম (Tenoplasm) বলে।

সাইটোপ্লাজমের প্রধান তিনটি অংশ পাওয়া যায়। অংশ তিনটি হলো- কোষ মাতৃকা বা ম্যাট্রিক্স, কোষীয় অঙ্গাণু এবং কোষীয় জড়বস্তু (সঞ্চিত খাদ্য এবং ক্ষরিত পদার্থ)।