প্রোটোপ্লাজম
Protoplasm
কোষের আবরণী পর্দা বা প্লাজমা
মেমব্রেনকে বাদ দিলে, যা কিছু থাকে, তার সবই প্রোটোপ্লাজম বলা হয়।
প্রাক্-প্রাণকেন্দ্রিক
কোষ-এ
প্রোটোপ্লাজমে
নিউক্লিয়াস
থাকে না। কিন্তু
সু-প্রাণকেন্দ্রিক
কোষ -এর
নিউক্লিয়াসকে
বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে বলা হয়
সাইটোপ্লাজম। মূলত
সু-প্রাণকেন্দ্রিক
কোষ তিনটি অংশ নিয়ে গঠিত হয়। এই তিনটি অংশ হলো-
সাইটোপ্লাজম,
নিউক্লিয়াস
ও প্লাজমা মেমব্রেন।
সাধারণভাবে প্রোটোপ্লাজমের ভৌত ধর্ম হিসেবে উল্লেখ করা হয়- অর্ধস্বচ্ছ, বর্ণহীন,
জেলির মতো অর্ধ-তরল আঠালো সজীব পদার্থ। তবে এতে অজৈব পদার্থও পাওয়া যায়। এতে প্রচুর
পানি থাকে। এই পানিতে মিশে থাকে নানা ধরনের জৈব পদার্থ। যেমন-
প্রোটিন,
কার্বোহাইড্রেড ও
লিপিড। অজৈব পদার্থ হিসেবে থাকে-
অক্সিজেন,
হাইড্রোজেন,
নাইট্রোজেন,
কার্বন,
তামা,
দস্তা,
পটাশিয়াম,
সোডিয়াম,
ম্যাগনেশিয়াম,
ক্যালসিয়াম,
গন্ধক,
লৌহ ইত্যাদি।