শাক-সব্জি
vegetable, veggie

শর্করা, তৈল ও ডাল, উদ্দীপক জাতীয় খাদ্যশষ্য, ভেষজ মশলা জাতীয় খাদ্যদ্রব্য ব্যতীত- গাছের বিভিন্ন ভক্ষণযোগ্য অংশের সাধারণ নাম সব্জি। এই অংশগুলো মানুষ পৃথকভাবে বা মাছ-মাংশের সাথে সাধারণ খাদ্যের উপাদান হিসাবে ব্যবহার করে থাকে। এই বিচারে ভক্ষণযোগ্য গাছের যে কোন অংশই সব্জি। এই জাতীয় খাদ্যের ভিতর রয়েছে ভক্ষণযোগ্য বীজ, মূল, কাণ্ড, পাতা, কন্দ ইত্যাদি। অংশপ্রকৃতি অনুসারে কয়েকটি ভাগে ভাগ করা হয়। যেমন-

সবজি সাধারণত রান্না করে খাওয়া হয়। মূল খাদ্যের সাথে কাঁচা অবস্থায় ফল-পাতা গ্রহণ করা হয়। এগুলোকে সাধারণত সালাত বলা হয়।