টলুইন
বানান বিশ্লেষণ :  ট্‌+ও+ল্+ই+ন্+অ।
উচ্চারণ : ʈo.lu.in  (টো.লু.ইন্)।
              বিদেশী শব্দের উচ্চারণ অনুসারে।

শব্দ-উৎস : ইংরেজি Toluene>বাংলা টলুইন। ১৮৩৭ খ্রিষ্টাব্দের পোল্যান্ডের রসায়ন-বিজ্ঞানী ফিলিপ ওয়াল্টার জলপাই তেলের পাতনের সময় এই জৈবযৌগকে পৃথক করেন। তখন তিনি এর নামকরণ করেছিলেন
retinaptha। দক্ষিণ ও মধ্য আফ্রিকায় একটি গাছের (Myroxylon balsamum) গাছের ফল ও পাতা থেকে প্রাপ্ত আঠাকে স্থানীয় ভাষায় Tolú বলা হতো। আর এই নিষ্কাষিত আঠাকে বলা হয় tolu balsam। স্থানীয়ভাবে এই দ্রব্যটিকে বলা হতো toluol। পরে এই toluol শব্দ থেকে ইংরেজি এবং অন্যান্য ইউরোপীয় ভাষায় টলুইন শব্দ গৃহীত হয়েছে। বাংলাতে এই শব্দ গৃহীত হয়েছে ইংরেজি Toluene থেকে। এই নামটি প্রথম ব্যবহার করেছিলেন সু্‌ইডিশ বিজ্ঞানী Jöns Jacob Berzelius

পদ :
বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা { | এ্যারোমেটিক হাইড্রোকার্বন | হাইড্রোকার্বন | জৈব-যৌগ | রাসায়নিক যৌগ | বস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
সমার্থক শব্দাবলি : টলুইন, মিথাইল বেনজিন।
সম সঙ্কেত :
C6H6CH3, C7H8
ইংরেজি : Toluene

একটি এ্যারোম্যাটিক হাইড্রোকার্বন শ্রেণির জৈব রাসায়নিক যৌগ। এর আণবিক সঙ্কেত C6H6–CH3। এই জৈব যৌগের দুটি অংশ। এর ভিত্তি অংশে রয়েছে বেন্‌জিন। এই ভিত্তি অংশের সাথে যুক্ত রয়েছে মিথেন

প্রকৃতিতে হাইড্রোকার্বন-ভিত্তিক তেলে সাথে পাওয়া যায়। এই তেল বিশ্লেষণের সূত্রে প্রাপ্ত আলকাতরাতে এই যৌগ প্রচুর পাওয়া যায়। এছাড়া কোলগ্যাসে এ্‌ই যৌগ পাওয়া যায়। মূলত আলকতরা ও কোলগ্যাস থেকে প্রাপ্ত লঘু তেলে বেন্‌জিন ও জাইলিনের সাথে উল্লেখযোগ্য পরিমাণ টলুইন পাওয়া যায়। 

আলকতরা ও কোলগ্যাস থেকে প্রাপ্ত
লঘু তেলে বেন্‌জিন, টলুইন, জাইলিন, থায়োডিন, পিরিডিন, এ্যানিলিন, ফিনোল ইত্যাদি থাকে। এই তেলের সাথে সালফিউরিক এ্যাসিড যুক্ত করলে, এ্যানিলিন, পিরিডিন ও অধিকাংশ থায়োডিন দূরীভূত হয়। এরপর এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত করলে, ফিনোল ও সালফিউরিকি এ্যাসিড দ্রবীভূত হয়। এরপর এই মিশ্রিত তরল পদার্থটিকে পানি দিয়ে ধৌয়া হয়। ৭০-১১১ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আংশিক পাতন করলে ৯০% বেনজল নামক  তরল পদার্থ পাওয়া যায়। বেনজলে প্রায় ৮০% বেন্‌জিন থাকে। রপর বেনজলকে ১১০-১১১ ডিগ্রি সেন্টিগ্রেড  তাপমাত্রায় আংশিক পাতন করে টলুইন সংগ্রহ করা হয়।

টলুইন বেন্‌জিন-এর মতই বর্ণহীন এবং গন্ধযুক্ত তরল পদার্থ। এর স্ফুটনাংঙ্ক ১১০-১১২ ডিগ্রি সেন্টিগ্রেড এবং গলনাঙ্ক ৯.৮ ডিগ্রি সেন্টিগ্রেড। এট পানিতে গলে না। কিন্তু এ্যাল্‌কোহল ঈথার -এ গলে যায়। ২০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এর ঘনত্ব ০.৮৭ গ্রাম/লিটার। আণবিক ভর ৯২.১৪ মোল -১

টলুইন রেজিন, বার্নিশ, রং, প্লাস্টিক দ্রব্যের উপযুক্ত দ্রাবক। বেনজালডিহাইড, বেনজোয়িক এ্যাসিড, বেনজাইল এ্যালকোহল তৈরির ক্ষেত্রে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। পশমি কাপড়ের শুষ্ক পরিষ্করণে ব্যবহার করা হয়। টিএনটি (ট্রাই-নাট্রো-টলুইন) নামক বিস্ফোরক উৎপাদনে টলুইন ব্যবহার করা হয়।


সূত্র :
বাংলা একাডেমী বিজ্ঞান বিশ্বকোষ। প্রথম খণ্ড।
বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক-এর বিভিন্ন পাঠ্যপুস্তক।