২৯ বৎসর অতিক্রান্ত বয়স
নজরুল ইসলামের ২৯ বৎসর অতিক্রান্ত বয়স শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৩৫ বঙ্গাব্দ (২৫ মে ১৯২৮ খ্রিষ্টাব্দ) থেকে। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৩৬ বঙ্গাব্দ (২৪শে ১৯২৯ খ্রিষ্টাব্দ) ।


এই বছরে রচিত নতুন গান ছিল ২০টি। ২৯ বৎসর অতিক্রান্ত বয়স শেষে মোট গানের সংখ্যা দাঁড়িয়েছিল ১৪৭টি।
    1. আমার কোন কূলে আজ ভিড়লো তরী  [তথ্য]।
      রচনার স্থান ও কাল: 
      ঢাকা আষাঢ় ১৩৩৫ (জুন ১৯২৮)
      প্রথম প্রকাশ: সওগাত। আশ্বিন ১৩৩৬‌ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯২৯)
      নজরুলের বয়স: ২৯ বৎসর ১ মাস।

    2.  
    3. আজি এ কুসুম-হার [তথ্য]
      রচনার স্থান ও কাল:
      অজ্ঞাত
      প্রথম প্রকাশ:
      কল্লোল। আষাঢ় ১৩৩৫ (জুন-জুলাই ১৯২৮)
      নজরুলের বয়স: ২৯ বৎসর ১ মাস।
       
    4. গহীন রাতে ঘুম কে এলে ভাঙাতে [তথ্য]
      রচনার স্থান ও কাল:
      অজ্ঞাত
      প্রথম প্রকাশ:
        • সওগাত। আগষ্ট ১৯২৮ (শ্রাবণ-ভাদ্র ১৩৩৫)
        • ধূপচ্ছায়া।  আগষ্ট ১৯২৮ (শ্রাবণ-ভাদ্র ১৩৩৫)

    5. নজরুলের বয়স: ২৯ বৎসর ২ মাস।
    6. জাগিলে পারুল কি গো [তথ্য]
      রচনার স্থান ও কাল: সেপ্টেম্বর ১৯২৮ (কার্তিক ১৩৩৫)।
      প্রথম প্রকাশ:
      বুলবুল। প্রথম সংস্করণ [কার্তিক ১৩৩৫ বঙ্গাব্দ
      নজরুলের বয়স:
      ২৯ বৎসর ২ মাস।

    7.  
    8. বাজলো কি রে ভোরের সানাই [তথ্য]
      রচনার স্থান ও কাল:
      মোয়াজ্জিন পত্রিকার 'কার্তিক ১৩৩৫ বঙ্গাব্দ' সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। পাদটীকায় উল্লেখ ছিল নিখিল বঙ্গ মুসলিম। যুবক সম্মিলনের উদ্বোধন সঙ্গীত। উল্লেখ্য ১৯২৮ খ্রিষ্টাব্দের ১৩ই অক্টোবর (আশ্বিন) কলকাতার আলবার্ট হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল 'নিখিল বঙ্গ মুসলিম যুবক সম্মেলন'। এই অনুষ্ঠানে নজরুল গানটি পরিবেশন করেছিলেন। ধারণা করা হয়, এই গানটি তিনি এই অনুষ্ঠানের জন্য রচনা করেছিলেন।
      প্রথম প্রকাশ:
      মোয়াজ্জিন। কার্তিক ১৩৩৫ (অক্টোবর-নভেম্বর ১৯২৮)।
      নজরুলের বয়স: ২৯ বৎসর ৫ মাস।


    9. বুলবুল : বুলবুল' প্রথম প্রকাশিত হয়েছিল ১৩৩৫ বঙ্গাব্দের কার্তিক (নভেম্বর ১৯২৮) মাসে। গ্রন্থটিতে মোট ৪২টি গান সংকলিত হয়েছিল। প্রকাশক গোপালদাস মজুমদার, ডি,এম লাইব্রেরি, ৬১ কর্নওয়ালিশ স্ট্রিট, কলিকাতা। পৃষ্ঠা ৪+৭০। মূল্য এক টাকা। রাজসংস্করণ পাঁচ সিকা। গ্রন্থটিতে অন্তর্ভুক্ত হয়েছিল মোট ৪২টি গান। এর ভিতরে ৩৬টি গান পূর্বেই পত্রিকান্তরে প্রকাশিত হয়েছিল। বাকি ৬টি ছিল নতুন গান। নিচে গানগুলো উল্লেখ করা হলো।
       
    10. কেন উচাটন মন পরান এমন করে [তথ্য]
      রচনার স্থান ও কাল:
      অজ্ঞাত
      প্রথম প্রকাশ: বুলবুল কার্তিক ১৩৩৫ (নভেম্বর ১৯২৮)
      নজরুলের বয়স: ২৯ বৎসর ৫ মাস।
    11.  
       
    12. পরান-প্রিয়! কেন এলে অবেলায় [তথ্য]
      রচনার স্থান ও কাল:
      অজ্ঞাত
      প্রথম প্রকাশ: বুলবুল কার্তিক ১৩৩৫ (নভেম্বর ১৯২৮)
      নজরুলের বয়স: ২৯ বৎসর ৫ মাস।

    13.  
    14. সখি জাগো রজনী পোহায় (ওগো) [তথ্য]
      রচনার স্থান ও কাল:
      অজ্ঞাত
      প্রথম প্রকাশ: বুলবুল কার্তিক ১৩৩৫ (নভেম্বর ১৯২৮)
      নজরুলের বয়স: ২৯ বৎসর ৫ মাস।

    15.  
    16. কি হবে জানিয়া বল  [তথ্য]
      রচনার স্থান ও কাল:
      অজ্ঞাত
      প্রথম প্রকাশ: বুলবুল কার্তিক ১৩৩৫ (নভেম্বর ১৯২৮)
      নজরুলের বয়স: ২৯ বৎসর ৫ মাস।

    17.  
    18. রুম্‌ ঝুম্‌ রুম্‌ ঝুম্‌ কে এলে নূপুর পায় [তথ্য]
      রচনার স্থান ও কাল:
      অজ্ঞাত
      প্রথম প্রকাশ: বুলবুল কার্তিক ১৩৩৫ (নভেম্বর ১৯২৮)
      নজরুলের বয়স: ২৯ বৎসর ৫ মাস।

    19.  
    20. কে শিব সুন্দর [তথ্য]
      রচনার স্থান ও কাল:
      অজ্ঞাত
      প্রথম প্রকাশ: বুলবুল কার্তিক ১৩৩৫ (নভেম্বর ১৯২৮)
      নজরুলের বয়স: ২৯ বৎসর ৫ মাস।
    21. কেন আন ফুলডোর আজি বিদায় বেলা [তথ্য]
      রচনার স্থান ও কাল:
      নিমতিতা, মুর্শিদাবাদ ৪ ডিসেম্বর ১৯২৮ (মঙ্গলবার, ১৯ অগ্রহয়ণ ১৩৩৫)
      প্রথম প্রকাশ: সওগাত। মাঘ ১৩৩৫ (জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯২৯)
      নজরুলের বয়স: ২৯ বৎসর ৬ মাস।

    22.  
    23. ওরে মাঝি ভাই ও তুই কি দুখ্‌ পেয়ে কূল হারালি [তথ্য]
      রচনার স্থান ও কাল:
      চট্টগ্রাম ২৪ জানুয়ারি ১৯২৯ (বৃহস্পতিবার, ১১ মাঘ ১৩৩৫)
      প্রথম প্রকাশ: সওগাত (ফাল্গুন ১৩৩৫ (মার্চ-এপ্রিল ১৯২৯)
      নজরুলের বয়স: ২৯ বৎসর ৭ মাস।


    24. কি হবে লাল পাল তুলে [তথ্য]
      রচনার স্থান ও কাল: চট্টগ্রাম ২৪ জানুয়ারি ১৯২৯ (বৃহস্পতিবার, ১১ মাঘ ১৩৩৫)
      প্রথম প্রকাশ: চোখের চাতক। প্রথম সংস্করণ [কার্তিক ১৩৩৬ বঙ্গাব্দ। গান ২২। ভাটিয়ালি-কার্ফা]
      নজরুলের বয়স: ২৯ বৎসর মাস।

    25.  
    26. তোমায় কূলে তুলে বন্ধু [তথ্য]
      রচনার স্থান ও কাল: ১৯২৯ খ্রিষ্টাব্দের ৬ জানুয়ারি (রবিবার ২২ পৌষ ১৩৩৫) নজরুল চট্টগ্রামে যান। এই সময় তিনি বেশ কিছু গান ও কবিতা রচনা করেছিলেন। বুলবুল পত্রিকার ফাল্গুন ১৩৪৩ (ফেব্রুয়ারি-মার্চ ১৯৩৭) সংখ্যায় এই গানটি প্রকাশিত হয়েছিল। শিরোনাম ছিল চট্টল গীতিকা। ধারণা করা হয়, চট্টগ্রাম সফরকালে নজরুল এই গানটি রচনা করেছিলেন। এই সময় নজরুলের বয়স ছিল ২৯ বৎসর ৭ মাস।
      প্রথম প্রকাশ: চোখের চাতক। প্রথম সংস্করণ [কার্তিক ১৩৩৬ (ডিসেম্বর ১৯২৯)
      নজরুলের বয়স: ২৯ বৎসর মাস।


    27. কেমনে রাখি আঁখি-বারি চাপিয়া [তথ্য]
      রচনার স্থান ও কাল:
      অজ্ঞাত
      প্রথম প্রকাশ: সওগাত ফাল্গুন ১৩৩৫ বঙ্গাব্দ (ফেব্রুয়ারি-মার্চ ১৯২৯)
      নজরুলের বয়স: ২৯ বৎসর ৯ মাস।

    28.  
    29. এ নহে বিলাস বন্ধু [তথ্য]
      রচনার স্থান ও কাল:
      অজ্ঞাত
      প্রথম প্রকাশ: বুলবুল। দ্বিতীয় সংস্করণ চৈত্র ১৩৩৫ (মার্চ ১৯২৯)।
      নজরুলের বয়স: ২৯ বৎসর ১০ মাস।

    30.  
    31. কেন আসিলে যদি যাবে চলি [তথ্য]‌
      রচনার স্থান ও কাল: অজ্ঞাত
      প্রথম প্রকাশ: বুলবুল। দ্বিতীয় সংস্করণ চৈত্র ১৩৩৫ (মার্চ ১৯২৯)।
      নজরুলের বয়স: ২৯ বৎসর ১০ মাস।

    32.  
    33. মুসাফির, মোছ্ ‌রে আঁখি -জল [তথ্য]
      রচনার স্থান ও কাল: অজ্ঞাত
      প্রথম প্রকাশ: বুলবুল। দ্বিতীয় সংস্করণ চৈত্র ১৩৩৫ (মার্চ ১৯২৯)।
      নজরুলের বয়স: ২৯ বৎসর ১০ মাস।

    34.  
    35. সাজিয়াছ যোগী বল কার লাগ  [তথ্য]
      রচনার স্থান ও কাল:
      অজ্ঞাত
      প্রথম প্রকাশ: বুলবুল। দ্বিতীয় সংস্করণ চৈত্র ১৩৩৫ (মার্চ ১৯২৯)।
      নজরুলের বয়স: ২৯ বৎসর ১০ মাস।

সূত্র