বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: দেবী তোমার চরণ কমল রাঙা তরুণ রাগে
নাটক : ‘সতী’ (মন্মথ রায় রচিত)
দেবী তোমার চরণ কমল রাঙা তরুণ রাগে
রাঙা আবির কুঙ্কুম ফাগে।
কি হবে আলতা পরায়ে (যে পায়)
সন্ধ্যা উষা সদা জাগে॥
রাঙা রামধনু হেরিয়া যে পায়
উঠিয়া লুকায় নিমেষে লজ্জায়
অশোক কিংশুক অঞ্জলি হয়ে চরণে শরণ মাগে॥
তব চরণ-রাগ নব বসন্তে
জাগে ফুলদলে নারী সীমন্তে
রবি শশী তারা হ’ল জ্যোতির্ময় – তব চরণ অনুরাগে॥
-
রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের ২৮ এপ্রিল (বুধবার, ১৫ বৈশাখ ১৩৪৪),
মন্মথ রায়ের রচিত ' '
সতী
' নাটক
নাট্যনিকেতন
নামক রঙ্গালয়ে মঞ্চস্থ হয়। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর
১১ মাস।
- মঞ্চ নাটক: সতী (নাটক)। রচয়িতা
মন্মথ
রায় ।
[নাট্যনিকেতন।
১৯৩৭ খ্রিষ্টাব্দের ২৮ এপ্রিল (বুধবার, ১৫ বৈশাখ ১৩৪৪)। চরিত্র: বিজয়ার গান। শিল্পী: দুর্গারাণী]